শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আমীর আজম রেজা

২৫ মে থেকে প্রতিপক্ষ আমাদের মাঠে দাঁড়াতে দিবে না বলে হুমকি দিচ্ছে

প্রবীর চক্রবর্তী ॥
২৫ মে থেকে প্রতিপক্ষ আমাদের মাঠে দাঁড়াতে দিবে না বলে হুমকি দিচ্ছে

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থী আমীর আজম রেজা মঙ্গলবার (২১ মে ) রাতে জরুরি সংবাদ সম্মলনে করেছেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এই চেয়ারম্যান প্রার্থী বলেন, সারা দেশে দুই দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিশেষ করে ইভিএমণ্ডএর মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করছেন। আমি আশা করছি আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সেই ধারাবাহিকতাই অব্যাহত থাকবে। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিবেশ অশান্ত হয়ে উঠছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমার প্রচার কাজে মাইক ও গাড়ি ভাংচুর ছাড়াও বেশ ক’জন কর্মী ও সমর্থকের ওপর হামলা করা হয়েছে। প্রতিপক্ষ খাজে আহমেদ মজুমদারের অনুসারী একদল কিশোর গ্যাং হরহামেশা এই কাজ করে যাচ্ছে। আমি মৌখিকভাবে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি আগামী ২৫ মে থেকে তারা আরো সহিংস হয়ে উঠবে। তারা আমার আনারস প্রতীকের কোনো কর্মীকে মাঠে থাকতে দিবে না। তাদের মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে এবং সন্ত্রাসী কার্যক্রম এভাবে চলতে থাকলে আমার নির্বাচন বর্জন করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। তবে আমি নির্বাচনে থেকে এর শেষ দেখে যাবো।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাহফুজুল হক। এ সময় তিনি বলেন, আমিও তাদের হুমকির মুখে রয়েছি। আমি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করছি এবং জনগণকে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেয়ার ব্যবস্থা করার দাবি করছি। আমরা অচিরেই সন্ত্রাসীদের তালিকা প্রশাসনকে দিবো।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমকে মানিক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় উপস্থিত ছিলেন আনারস প্রতীকের নির্বাচন পরিচালনার অন্যতম সমন্বয়কারী নজরুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, হানিফ রাজা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়