শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে ভোট বর্জন ডাক

মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল

এমরান হোসেন লিটন ॥
মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামী ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও মিছিল করেছে ফরিদগঞ্জ উপজেলা যুবদল। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও বর্তমান উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন।

২১ মে মঙ্গলবার উপজেলা সদরের কালিরবাজার রাস্তার মাথায় (চৌরাস্তা) সকাল ১১টায় বিভিন্ন দোকানে, যানবাহনের যাত্রী, চালক ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। পরে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে বিশাল মিছিল বের করে নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

লিফলেট বিতরণ ও মিছিলে আব্দুল মতিন ছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম চৌধুরী, মনজুর হোসেন রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা ফারুক হোসেন রনু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, শফিকুর রহমান, ১১নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব মাহিম মেম্বার, ১৬নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজ হোসেন, ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল রাঢ়ি, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন, ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খিজির আহমেদ, ৩নং সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাসান মাসুম, ১০নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার হোসেন, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মোঃ সাবির খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিজি, মামুন পাটোয়ারী, ৭নং পাইকপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মালেক রুবেলসহ শতাধিক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়