প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার প্রস্তুতি
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। ২০ মে সকালে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি থানা কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেডে এ নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর জোর দেন। চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বারের দিক-নির্দেশনায় সকল আইনশৃঙ্খলা বাহিনী একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ভোটগ্রহণের জন্যে বদ্ধপরিকর।
শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা।