শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০

রাজধানীর শিশু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য চাঁদপুরে গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর শিশু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য চাঁদপুরে গ্রেফতার

বাড্ডা থেকে অপহৃত মরিয়ম নামের দুই বছরের এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু অপহরণ ও ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ মে সকালে মরিয়মকে (২) রাজধানীর বাড্ডা থেকে অপহরণ করা হয়। এরপর শিশুটির মা-বাবাকে কল দিয়ে মুক্তিপণ দাবি করে এ চক্রের মূলহোতা সুমাইয়া (৪৫)।

বিষয়টি বাড্ডা থানায় জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরে অভিযানে যায় পুলিশের একটি দল। জেলার ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সুমাইয়া ও শিশু মরিয়মকে উদ্ধার করে তারা। পরবর্তীতে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেয়া হয়।

বাড্ডা জোনের সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহা যমুনা টিভিকে বলেন, পুলিশ বর্তমানে তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। তাই যেকোনো ধরনের অপরাধচক্র কে সমূলে উৎপাটন করার জন্য তারা সর্বদা প্রস্তুত আছেন। সূত্র: যমুনা টেলিভিশন অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়