বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মেঘনা উপকূলে কোস্টগার্ড মোতায়েন

স্টাফ রিপোর্টার ॥
উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মেঘনা উপকূলে কোস্টগার্ড মোতায়েন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর মেঘনা উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। ২০ মে সোমবার সকাল থেকে চাঁদপুর সদর উপজেলার উপকূলীয় এলাকাতে কোস্ট গার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

আজ ২১ মে মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদী উপকূলীয় পশ্চিমে রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এসব এলাকার ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মহড়া দিয়েছে কোস্টগার্ড চাঁদপুর।

২০ মে সোমবার সকাল থেকে দুই ইউনিয়নের কেন্দ্রগুলোর নিকটবর্তী এলাকায় নদী পথে এবং আলু বাজার ফেরিঘাট এলাকা পর্যন্ত মহড়া দেয় কোস্টগার্ড। চরাঞ্চলে পর্যাপ্ত জনবল ও উচ্চগতিসম্পন্ন টহল বোট ও জাহাজ নিয়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে এই বাহিনী। এছাড়াও কন্টিনজেন্ট কর্তৃক চরাঞ্চলে মোটরবাইকযোগে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত থাকছে।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান বলেন, ২১মে মঙ্গলবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ১৯ মে থেকে মোবাইল স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রেখেছে। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনের দায়িত্বে রয়েছে।

তিনি আরো বলেন, এই অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, দ্রুত গতিসম্পন্ন জাহাজ ও বোট টহলরত আছে। কোস্টগার্ডের এসব কার্যক্রম নির্বাচনের দুইদিন আগে থেকে শুরু হয়েছে, যা নির্বাচনের পর পর্যন্ত চলমান থাকবে।

এর আগেও গত ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের কেন্দ্রগুলোতে কোস্টগার্ড চাঁদপুর দায়িত্ব পালন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়