শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

নবীন অ্যাডভোকেট হওয়া ৮৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক
নবীন অ্যাডভোকেট হওয়া ৮৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

২০২৩ ও ২০২৪ সালের বার কাউন্সিলের পরীক্ষায় নবীন অ্যাডভোকেট হওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। ১৮ মে শনিবার বিরুলিয়ায় ড্যাফেডিল স্মার্ট সিটিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার কে এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। বক্তব্য রাখেন একাডেমিক এফেয়ার্সের ডীন অধ্যাপক ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শারমনি লিজা ও আইন বিভাগের প্রধান ড. কুদরাত ই খুদা বাবু।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী বলেন, আপনারা অ্যাকাডেমিক পড়াশোনায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এখন সময় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার। এখানে হাতে কলমে শিখে দক্ষ হতে হয়। এজন্যে প্রচুর ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। তিনি নবীন অ্যাডভোকেট হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারাই একদিন দেশের বিচারক, প্রধান বিচারক, অ্যাটর্নি জেনারেল হবেন। দরকার শুধু লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, আইনজীবীদের সারাজীবন পড়তে হয়। যত পড়বেন তত ভালো আইনজীবী হবেন। দেশে হাজার হাজার আইনজীবী আছেন, কিন্তু ভাল আইনজীবীর সংখ্যা খুব বেশি নয়। ভাল আইনজীবী হতে হলে যথেষ্ট পড়াশুনা করতে হবে, অধিক জ্ঞান অর্জন করতে হবে, প্র্যাকটিস অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়