শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

মানুষের সেবাকে আমৃত্যু এবাদত মনে করবো

---------------খাজে আহমেদ মজুমদার

প্রবীর চক্রবর্তী ॥
মানুষের সেবাকে আমৃত্যু এবাদত মনে করবো

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার রাতে প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (চিংড়ি মাছ) প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেন, ফরিদগঞ্জ উপজেলায় অনিয়ম, মাদক, সন্ত্রাস, জুয়া নির্মূলসহ অসহায় মানুষকে চাহিদার আলোকে সর্বাত্মক সহায়তা করে যাবো। নাগরিক সেবা নিশ্চিত করাসহ অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন করার উদ্দেশ্যে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করে বলেন, বিগত দিনে আমার সুযোগ থাকায় আমি জনগণের সেবা করার চেষ্টা করেছি। উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমৃত্যু মানুষের সেবাকে এবাদত মনে করবো।

মতবিনিময় সভায় সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, রোটারী ক্লাব ফরিদগঞ্জের সভাপতি কামরুল ইসলাম সাউদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংবাদিকদের মধ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ রবিদাস, এসএম ইকবাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়