প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
আহ্বায়ক চন্দন সরকার ও সদস্য সচিব মুহাম্মদ আলমগীর
অনন্যার অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠীর চলমান কার্যনির্বাহী পর্ষদের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করে অনন্যার নীতিনির্ধারণী কমিটির জরুরি সভার সিদ্ধান্তের আলোকে অন্তর্বর্তীকালীন ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আহ্বায়ক কমিটিকে অনন্যার সাংগঠনিক বিষয়গুলোকে গতিশীল করে চলতি বছরের ৩ মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন : আহ্বায়ক চন্দন সরকার ও সদস্য সচিব মুহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া সদস্যরা হলেন : খাজা আহমেদ হেলাল সুখ, মোবারক হোসেন শিকদার, জসীম মেহেদী, জয়রাম রায়, কামরুল ইসলাম, শরীফুল ইসলাম, সীমা আক্তার, রুনা আক্তার আশা ও ফাতেমাতুজ জোহরা।
১৬ মে বৃহস্পতিবার অনন্যা নাট্যগোষ্ঠীর নীতিনির্ধারণী কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হানিফ। সভায় উপস্থিত ছিলেন শহীদ পাটোয়ারী, মৃণাল সরকার, চন্দন সরকার, খাজা আহমেদ হেলাল সুখ, মোবারক হোসেন শিকদার, জসীম মেহেদী, কামরুল ইসলাম ও মুহাম্মদ আলমগীর। সভায় বর্তমান কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ছাড়াও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তন্মধ্যে অন্যতম সিদ্ধান্ত সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, নতুন নাটকের মহড়া দ্রুত সময়ে শুরু, চলমান ৩টি নাটকের বেশকিছু চরিত্র ঢেলে সাজানো, ৫০ বছর পূর্তি উৎসব কার্যক্রমকে বাস্তবায়নে কাজ শুরু করা ইত্যাদি।