প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে রওশান আরা হোসেন ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ
ফরিদগঞ্জে রওশান আরা হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ও পৃষ্ঠপোষক ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের কাগজ কলম ও বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যে ১৬ জোড়া বেঞ্চ উপহার দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফতাব আহমেদ, মাহবুব আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সমাজসেবক কামরুল ইসলাম সাউদ, সাংবাদিক আবদুল কাদির, মোস্তফা কামাল, আবদুল মান্নান গাজী, দলিল লেখক ছালাউদ্দিন তানজিল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের সবারই সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্যে কিছু করা উচিত। সামাজিকভাবে ছোট ছোট ভালো উদ্যোগগুলো এক সময় বটবৃক্ষের ন্যায় ছায়া দিবে। সামর্থ্যবানদের প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।
রওশান আরা হোসেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সমাজের জন্যে ভালো কিছু করার ইচ্ছায় আমাদের বাবা-মায়ের নামে আমরা ফাউন্ডেশন করেছি। অভাবের কারণে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে না যায়, সেদিকে আমরা নজর রাখবো। আমাদের ছোটভাই ডাঃ জহিরুল ইসলামকে সাথে নিয়ে আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করবো। সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে আমাদের অনেক কিছু করার স্বপ্ন রয়েছে।