প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
করবন্দ গাজী বাড়িতে কমিউনিটি সভা
চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গাজী বাড়িতে জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় শাখার পরিচালক হাছিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য এমদাদ হোসেন। সভায় ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর বিকাশজনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।
সভায় প্রায় শতাধিক নারী, শিশু, কিশোর-কিশোরী ও পুরুষ উপস্থিত ছিলেন।