শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বাগাদীতে চাঁদপুর সদর বিএনপির লিফলেট বিতরণ

ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই

------------শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই

‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ এ স্লোগানে চাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ১৫ মে বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ উপজেলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার সদর উপজেলা বিএনপির আয়োজনে বাগাদী চৌরাস্তা থেকে লিফলেট বিতরণ শুরু করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ৭ জানুয়ারির ডামি জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা পরিষদ নির্বাচন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়