প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
পড়ালেখার পাশাপাশি আদর্শ নাগরিক হতে হবে
---সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ মে (বুধবার) সকাল ১০টা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের জীবনমুখী শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখার পাশাপাশি আদর্শ নাগরিক হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মিসেস ফিরোজা বেগমসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রুবিনা আক্তার, মেহেরুন নেছা, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, আব্দুল মান্নান, খণ্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তারসহ অন্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাভিলা আক্তার নুহা। গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী পূজা রাণী।