প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা
‘নির্ভুল জন্মণ্ডমৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’-এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অপর্ণা বৈদ্য (উপ-পরিচালক, স্থানীয় সরকার), সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিববৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজটি শুরু থেকে আমরা সবসময় সার্বিক মনিটরিংয়ের মাধ্যমে পরিচালনা করে আসছি। তিনি উপস্থিত সকলকে এই কার্যক্রমটি গুরুত্বের সাথে সম্পন্ন করতে উদাত্ত আহ্বান জানান। অতঃপর নির্বাচিত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন।