শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দোয়াত-কলম প্রার্থীর মতবিনিময়

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দোয়াত-কলম প্রার্থীর মতবিনিময়

২১ মে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধার সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার ১৩ মে হাজীগঞ্জ বাজারের নিউ শেরাটন হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের। এ সময় প্রার্থী নিজে সকল বীর মুক্তিযোদ্ধার সহযোগিতা দোয়া ও ভোট প্রার্থনা করেন।

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের ও মুক্তিযোদ্ধা সন্তান শাহাদাত হোসেন আকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল।

এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রতন কুমার লাল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহান হোসেন রতন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন বিএসসি, বীর মুক্তিযোদ্ধার সন্তান লোটাস দেলোয়ার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসি আক্তার, বোরখাল উচ্চ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কাউন্সিলের সভাপতি আতাহার হোসেন অপু মজুমদারসহ উপজেলার অধিকাংশ বীর মুক্তিযোদ্ধাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়