শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০

উপজেলা পরিষদ নির্বাচন

কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মোহাম্মদ মহিউদ্দিন ॥
কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) পদের ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। গত রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নিলে এখন ১৫ প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির (কাপ-পিরিচ), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (ঘোড়া), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী (দোয়াত-কলম), বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আলম (টেলিফোন), আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ (আনারস) ও কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডঃ মোঃ মাঈন উদ্দিন (লাঙ্গল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী যথাক্রমে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার (চশমা), কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল (উড়োজাহাজ) ও মোহাম্মদ রাকিবুল হাসান (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী যথাক্রমে উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার (প্রজাপতি), উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আমেনা আক্তার (কলস), চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎস্না আক্তার (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), শ্যামলী খান (পদ্ম ফুল) ও কুলসুমা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫শ’ ২৫জন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫শ’ ৪৬জন। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯শ’ ৭৮জন। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১০টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়