শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪-এর শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪-এর শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

চাঁদপুর জেলায় সরকারিভাবে মিলারদের কাছ থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৩ মে সোমবার বিকেলে চাঁদপুর জেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪-এর শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে এখন আমরা শতভাগ উৎপাদনশীল দেশ। আগে আমাদের জমির পরিমাণ বেশি থাকলেও উৎপাদনের পরিমাণ ছিল শতকরা ৬০ভাগ। কিন্তু এখন জমির পরিমাণ কম থাকলেও উৎপাদন শতভাগ।

মন্ত্রী ডাঃ দীপু মনি আরও বলেন, গবেষণার মাধ্যমে উন্নত জাত তৈরি করা, সময় মতো সার সেচের ব্যবস্থা করা এবং সব সুযোগ-সুবিধা পেয়ে কৃষকরাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। যার ফলে আজকে খাদ্যে আমরা একটা নিরাপদ জায়গায় এসে পৌঁছেছি। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশর্^াদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি আঃ রহিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, মঞ্জিল অটোরাইস মিলের পরিচালক বাহার হায়দার চৌধুরীসহ খাদ্য গুদাম ও খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সংশ্লিষ্ট অংশীজন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সিএসডির ব্যবস্থাপক রবিন্দ্র লাল চাকমা। সার্বিক আয়োজনে ছিলেন জেলা খাদ্য বিভাগ। পরে মন্ত্রী ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ বছর চাঁদপুর থেকেও সরকার নির্ধারিত ৩২টাকা কেজি দরে ধান এবং ৪৫ টাকা কেজি দরে চাল কিনছে। চাঁদপুরের ১৬টি রাইস মিল চাল দেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে সিএসডি চাঁদপুর সূত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়