প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০
প্রতীক নিয়ে মাঠে প্রার্থীদের শোডাউন
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ মে সোমবার প্রতীক বরাদ্দ শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মাঠে নিজ নিজ পক্ষে ব্যাপক শোডাউন করেছেন। সকালে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার (চিংড়ি) নিয়ে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শোডাউন করেন। এরপর আরেক চেয়ারম্যান প্রার্থী আমির আজম রেজা (আনারস) নিয়ে চাঁদপুর থেকে শোডাউন করে ফরিদগঞ্জে আসেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আকবর হোসেন মনির (তালা) এবং আবু সুফিয়ান শাহীন (চশমা) নিয়ে চাঁদপুর থেকে ফরিদগঞ্জে শোডাউন করে আসেন।