প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০
এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে
চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিলাদ ও দোয়া
সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবী এ.জে. মোহাম্মদ আলীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সোমবার দুপুরে চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রীপন, ফোরামের সাবেক সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাঈনুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডঃ বাবর বেপারী, ফোরামের সদস্য অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, দপ্তর সম্পাদক অ্যাডঃ আলম খান মঞ্জুসহ আইনজীবীরা।
এ সময় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানসহ অসুস্থ আইনজীবীদের জন্যও দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ এ. জে. মোহাম্মদ আলী গত ২ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।