প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বিগুরাম চক্রবর্তী (৫৫)কে আটক করে। রোববার ২৯ আগস্ট বিকেলে উপজেলার মধ্য ইমামপুর গ্রামের মৃত বিপিন ঠাকুরের ছেলে মাদক ব্যবসায়ী বিগুরাম চক্রবর্তী পুলিশের হাতে আটক হয়। এসআই (নিরস্ত্র) প্রকাশ প্রণয় দেসহ অফিসার ও ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিগুরাম চক্রবর্তীকে আটক করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিগুরাম চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।