শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির মাস্ক বিতরণ
নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ‘ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতি’ মাস্ক বিতরণ করেছে। ২৮ আগস্ট শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ সদর, রূপসা এবং লাউতলী এলাকার ২১টি স্থানে মোট দুই হাজার একশ মাস্ক বিতরণ করা হয়।

সকাল দশটায় ফরিদগঞ্জ সদরে ‘আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন পাঠাগার’-এ মাস্ক বিতরণ পূর্বে ‘ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন একুরেন্ট কনসালটেন্টে’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন খান। এ সময় মোঃ জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন ফরিদগঞ্জ লেখক ফোরাম ও ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ বিল্লাল হোসেন সাগর, জেলা পরিষদ সদস্য ও ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের ফরিদগঞ্জ শাখা কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ, ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক তৌফিক হোসেন পলাশ, অর্থ সম্পাদক মনির হোসেন খান, প্রকৌশলী ইফতেখার হোসেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কবি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ সাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের দপ্তর সম্পাদক ওমর ফারুক, ফরিদগঞ্জ লেখক ফোরামের অর্থ সম্পাদক কাউছার হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান তারু প্রমুখ।

অনুষ্ঠান শেষে লেখক অমৃত ফরহাদ রচিত ‘আমাদের ফরিদগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থটি মোঃ জাকির হোসেনের হাতে তুলে দেওয়া হয়।

দিনের অন্যান্য সময় রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়, লাউতলী হোসেনিয়া হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা, মাদ্রাসাই মদিনাতুল উলুম আল ইসলামিয়া লাউতলী, এ.বি.এম. শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজলুল করিম মাস্টার স্মৃতি পাঠাগার ও আমিরা বাজারে সংগঠনের নেতৃবৃন্দ মাস্ক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়