প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
সিটি ব্যাংক কচুয়া শাখার লয়ালিটি প্রোগ্রাম
দি সিটি ব্যাংক কচুয়া শাখার উদ্যোগে কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ব্যাংকের কার্যালয়ে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক এভিপি মোঃ আহসান উল্লাহ চৌধুরী সিটি ব্যাংকের আধুনিক গ্রাহক সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রমের সুবিধা সমূহ তুলে ধরেন। বিদেশে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণ নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এবং কৃষক, শ্রমিক, সকল শ্রেণী-পেশার মানুষ, বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারিবৃন্দ ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের নাগরিকগণ এ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।
এছাড়া দি সিটি ব্যাংক আরএটিএমণ্ডএর মাধ্যমে ২৪ ঘন্টার টাকা জমা ও উঠানোর সুবিধা এবং মহিলাদের জন্য সিটি আলো নামে আলাদা হিসেব খোলার ব্যবস্থা রয়েছে। এসব সুবিধা অন্য ব্যাংকগুলোর মধ্যে নেই। এ সময় তিনি আরো বলেন, গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি। যেটা অর্জনের জন্য ব্যাংকের সকল স্টাফকে নিয়ে আমি প্রতিনিয়িত চেষ্টা করে যাচ্ছি। সিটি ব্যাংক গ্রাহক বান্ধব নতুন নতুন সেবাপণ্য চালু করে আসছে। আমাদের কার্যক্রম ইতিমধ্যে গ্রাহক মহলে বেশ সাড়া ফেলেছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখার ম্যানেজার অপারেশন এনামুল বারী, কাস্টমার সার্ভিস ম্যানেজার ইয়াসমিন আক্তার রুমি, গ্রাহক কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ। এ সময় ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।