শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে দুটি উপ-নির্বাচনে শহীদ কাউন্সিলর ও কামরুল মেম্বার নির্বাচিত

শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তিতে দুটি উপ-নির্বাচনে শহীদ কাউন্সিলর ও কামরুল মেম্বার নির্বাচিত

শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম (পাঞ্জাবি প্রতীক) কাউন্সিলর ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কামরুল ইসলাম মোল্লা (মোরগ প্রতীক) মেম্বার নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ শনিবার সম্পন্ন হওয়া নির্বাচনে তারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ ছালে আহম্মদের মৃত্যুর পর ওই দুটি স্থানে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে মোঃ শহিদুল ইসলাম (পাঞ্জাবি প্রতীক) ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন (উটপাখি) ৬৪৬ ভোট পান।

সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৩জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে কামরুল ইসলাম মোল্লা (মোরগ প্রতীক) ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুল হক পাটোয়ারী ফুটবল প্রতীকে ২৭৮ ভোট পেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়