সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী

মোঃ রাকিব মাঝির বিরামহীন গণসংযোগ

অনলাইন ডেস্ক
মোঃ রাকিব মাঝির বিরামহীন গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি বিরামহীন গণসংযোগ অব্যাহত রেখেছেন। ৯ মার্চ শনিবার তিনি সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ১নং থেকে ৬নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের পাটওয়ারী বাজার, মোল্লার বাজার, গাজীকান্দি, মধ্যচর, দেওয়ান কান্দি, ঢালী কান্দি, প্রধানিয়া কান্দিসহ প্রতিটি প্রত্যন্ত গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিদের সাথে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষদের সাথে কুশল বিনিময় শেষে দোয়া এবং ভোট কামনা করেন।

এ সময় রাজরাজেশ্বর ইউনিয়নের খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা তরুণ ছাত্রনেতা মোঃ রাকিব মাঝিকে ভালোবাসায় ও মমতায় বুকে জড়িয়ে নেন। শ্রমজীবী মানুষের ভালোবাসা-মমতায় সিক্ত হন তরুণ এ ছাত্রনেতা।

মোঃ রাকিব মাঝি বলেন, আমি এ এলাকারই সন্তান। রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। আমার বাবা একজন জনপ্রতিনিধি। সেই সুবাদে ছোটবেলা থেকেই আমার মানুষের জন্যে কাজ করার সুযোগ হয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ এবং মানুষের জন্যে কাজ করার ইচ্ছে নিয়ে আমি চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

রাকিব মাঝি আরো বলেন, আমি আপনাদের সেবক হিসেকে কাজ করতে চাই। আপনারা আমাকে সেই সুযোগটি করে দিবেন। আমি নির্বাচিত হলে আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।

মোঃ রাকিব মাঝির নির্বাচনী গণসংযোগে রাজরাজেশ্বর ইউনিয়নের প্রতিটি এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়