প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে ভুল প্রতীকে ব্যালট ॥ ভোটগ্রহণ স্থগিত
প্রার্থীর রয়েছে আপেল প্রতীক, ব্যালট এসেছে কদম ফুল, যে কারণে ভোটগ্রহণ স্থগিত। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে। ৯ মার্চ শনিবার এ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন।
খোঁজ নিয়ে জানা যায়, উক্ত নির্বাচনে সদস্য পদে ৫জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সফি উল্যাহ্, ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ ওহিদুল ইসলাম, তালা প্রতীকের প্রার্থী কার্তিক, আপেল প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ মীর হোসেন ও মোরগ প্রতীকের প্রার্থী মোঃ খোরশেদ আলম।
নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ শেষে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এদিন ভোর ৫টায় কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সময় দেখা যায়, ব্যালেটে ৫টি প্রতীক রয়েছে। তবে ব্যালেটে ৪টি প্রতীক ঠিক থাকলেও প্রার্থী মাওলানা মীর হোসেনের আপেল প্রতীকের স্থলে কদম ফুল ছাপা রয়েছে।
বিষয়টি রিটার্নিং অফিসারের নজরে আসলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাৎক্ষণিক ভোটগ্রহণ স্থগিত করেন এবং প্রার্থীসহ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের অবহিত করেন।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোছাইন বলেন, ব্যালট পেপারে ভুলবশত আপেল প্রতীকের পরিবর্তে কদম ফুল ছাপা হয়েছে। তাই ভোটগ্রহণ স্থগিত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মুনছুর আহমেদ মৃত্যুবরণ করেন। এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ওই ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন।