প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চবিয়ান’দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ তরপুরচন্ডীতে চাঁদপুর রিসোর্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও মিলনমেলা অনুষ্ঠানের আহ্বায়ক মোস্তাক আহমেদ খানের সার্বিক তত্ত্বাবধানে ও মাশরুর হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর জেলা সদর ও উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার ৪২ জন চবিয়ান, পরিবারের সদস্যসহ ৭৬ জন অংশ নেয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অনুষ্ঠানে পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, শিশুদের বেলুন ফুটানো খেলা, নারীদের বালিশ খেলা, পুরুষদের ডাঙ্গা-জল খেলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও র্যাফেল ড্রর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত চবিয়ানবৃন্দ।