মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০

নৌ-টার্মিনাল নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান

বাদল মজুমদার ॥
নৌ-টার্মিনাল নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান

চাঁদপুরে নৌ-টার্মিনাল নির্মাণ প্রকল্পে বিআইডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প সাইটের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তার চেক প্রদান করা হয়েছে। ৪ মার্চ সোমবার সকাল ১১টায় লঞ্চঘাট এলাকায় দারুল উলুম মাদ্রাসায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর আয়োজনে এবং সোশ্যাল এনজিওর সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মোঃ শাহজাহান মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক আইয়ুব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক ফরহাদুল জামান, চীফ কনসালটেন্ট সুদীপ্ত চক্রবর্তী, চাঁদপুর নৌথানার ওসি মোঃ কামরুজ্জামান, চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম, চাঁদপুর বন্দর কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও লঞ্চ মালিক প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার।

এ সময় বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পে আমাদের সকলরে সহযোগিতা করা উচিত। আজকে সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে। কারণ আপনারা এ টাকা দিয়ে যেন কিছু করে জীবিকা অর্জন করতে পারেন। প্রকল্প পরিচালক বলেন, আমি অনেক প্রকল্পে কাজ করেছি। কিন্তু চাঁদপুর প্রকল্পে এসে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। বিশেষ করে টার্মিনালে জেটির যে সমস্যা রয়েছে তা সমাধান করা হয়নি। আমরা চেয়েছিলাম ঘাট অন্যত্র করবো। কিন্তু জায়গা না পাওয়ায় প্রকল্পের পাশেই ঘাট করতে হয়েছে। কোনো যাত্রী দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না। আমরা যাত্রী সেবার জন্যে কাজ করে থাকি। আজ ৩৫ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এর পূর্বে ৭৬ জন ক্ষতিগ্রস্তের মাঝে চেক প্রদান করা হয়েছিল। এরপরে যদি কোনো ক্ষতিগ্রস্ত থেকে থাকেন তাহলে আমাদের লিখিতভাবে জানালে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়