প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০
চাঁসক ছাত্রদলের বিক্ষোভ
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল পাটওয়ারীকে একটি মামলায় ২ বছর সাজা প্রদান করেছে আদালত। প্রতিবাদে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ৫ মার্চ মঙ্গলবার বিকেল ২টায় কলেজ ক্যাম্পাস থেকে নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে রাজু চত্বর ঘুরে পুনরায় কলেজের গেটে আসে। এতে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব মোঃ আল আমিন, যুগ্ম আহ্বায়ক সামীম হোসেন, সদস্য সাব্বির আলম, সিয়াম হোসেন প্রমুখ।