প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুরে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বর্ণিল আয়োজনে চাঁদপুরে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন অতিথিবৃন্দ। এর আগে প্রেসক্লাব চত্বরে শোভাযাত্রায় অংশ নেন অনুষ্ঠানে অংশ নেয় অতিথিরা।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চ্যানেল টুয়েন্টিফোরের চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমদ ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন একুশে টিভির প্রতিনিধি নেয়ামত হোসেন, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি খোকন কর্মকার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি একে আজাদ, বাংলা টিভির প্রতিনিধি রহমান রুবেল ও এটিএন নিউজের প্রতিনিধি বিল্লাল ঢালী।
উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের চাঁদপুর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আজকালের প্রতিনিধি আশরাফুল আলম, ডিবিসি নিউজের প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, আনন্দ টিভির প্রতিনিধি এইচএম নিজাম, প্রিয় চাঁদপুরের স্টাফ রিপোর্টার বাদশা ভূঁইয়া, দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার রানা সরকার প্রমুখ।