প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোহিবুল হক চৌধুরী সুমিত
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোহিবুল হক চৌধুরী সুমিত। ৩ মার্চ রোববার বিকেলে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকল্পে বিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার বিথী রাণী দাস।
কমিটির অন্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য জাকির হোসেন, মোঃ ইউনুছ আলী, কবির হোসেন মেম্বার ও মোঃ জাফর সর্দার ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধি জুবায়ের আহমেদ, গোলাম হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম। অভিভাবক প্রতিনিধি মোঃ জাকির হোসেন সভাপতি হিসেবে মোহিবুল হক চৌধুরী সুমিতের নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য কবির হোসেনসহ সংশ্লিষ্ট সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি সর্বসম্মতিক্রমে মোহিবুল হক চৌধুরী সুমিতকে সভাপতি হিসেবে সমর্থন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছরেরর জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহিবুল হক চৌধুরী সুমিত বলেন, মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্যে সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক পাঁচবারের চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম শামছুল হক চৌধুরী বাবুলের ছেলে হচ্ছেন মোহিবুল হক চৌধুরী সুমিত।