মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০

পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরের ছাদ ঢালাই কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরের ছাদ ঢালাই কাজ উদ্বোধন

চাঁদপুর শহরের পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন মন্দির নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক রোটাঃ গোপাল চন্দ্র সাহা। ৩ মার্চ রোববার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ব্যাপক ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। সকলে শ্রী রামচন্দ্র দেবের নামে উচ্চস্বরে ধ্বনি দিয়ে ঢালাই কাজে অংশগ্রহণ করেন। ছাদ ঢালাই কাজে ধর্মীয় আনুষ্ঠানিকতায় পৌরোহিত্য করেন মন্দিরের পৌরহিত কেদারনাথ চক্রবর্তী।

ভূমিদাতা স্বর্গীয় জগবন্ধু সাহার প্রয়াত পত্নী রেনুকা প্রভা সাহার দানকৃত ভূমিতে রামশ্রিত ঠাকুরের ভক্তবৃন্দ বিশাল পরিসরে ১৩৩৩ বঙ্গাব্দে শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির স্থাপন করেন। পরবর্তী সময় মন্দিরের ব্যাপক উন্নয়নে এবং আধুনিক সৌন্দর্যমণ্ডিত মন্দির নির্মাণের লক্ষ্য ১৪০৪ বাংলার ২৬ কার্তিক ফরিদপুর ডিঙ্গামানিক মন্দিরের মহন্ত মহারাজ সুনীল কুমার চক্রবর্তী মন্দির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পর্যায়ক্রমে মন্দিরে ভক্ত নিবাস, মোহন্ত নিবাস, প্রসাদালয়সহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হলেও নাট মন্দিরের উন্নয়ন সাধিত না হওয়ায় দোল উৎসব, হরিনাম কীর্তনসহ আয়োজিত ধর্মীয় উৎসবে ভক্তদের ব্যাপক উপস্থিতির কারণে নাটমন্দির পুনঃনির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় মন্দির কর্তৃপক্ষ নতুন আঙ্গিকে নাট মন্দির নির্মাণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ মনে করেন, নাট মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হলে ধর্মীয় আচার অনুষ্ঠানে বিগত দিনের বিদ্যমান সমস্যা আর থাকবে না।

ছাদ ঢালাই কাজে মন্দির কমিটির কোষাধ্যক্ষ গনেশ চন্দ্র দে, পুরাণবাজার গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দির কমিটির প্রমোদ চন্দ্র দাস, মানিক সাহা, প্রভাস সাহা, রামঠাকুর মন্দিরের শেখর পাল, মধুমঙ্গল বণিক, কালাচাঁন বণিক, ইঞ্জিঃ কেশব চন্দ্র কর, বিশ্বনাথ মালাকার, রিপন সাহা, দীপক সাহা, কানাই পোদ্দার, শ্যাম সাহা, ভীম সাহা, শ্যামল ঘোষ, মানিক ঘোষ, কুলদীপ মালাকার, দুলাল হাওলাদার, তাপস দত্ত, শংকর সাহা, লিটন সাহা, কাশীনাথ সাহা কাশী, পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের সহদেব বর্মন, চন্দ্রেশ্বরী কালী মন্দিরের টুটন বণিক, খোকন সাহা, দাসপাড়া শিব মন্দির কমিটির লিটন সাহাসহ মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়