সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ

গত ২৯ ফেব্রুয়ারি রাত ১০টায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের বরকন্দাজ বাড়ির মৃত মোতালেব বরকন্দাজ, আলমগীর বরকন্দাজ (অন্ধ) ও সোহেল বরকন্দাজের তিনটি বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে যায়। রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণে প্রয়োজনীয় কোনো মালামাল সরাতে পারেনি বিধায় পরিবার তিনটি একেবারে নিঃস্ব হয়ে পড়ে।

উক্ত দুর্ঘটনার খবর শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন চাঁদপুর পৌর শাখা ও ১৩নং ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে সরজমিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয়ার পর উক্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এলাকার বিত্তশালী যারা আছেন সকলে এ অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান, যাতে তারা পুনরায় মাথা গোঁজার ঠাঁইটুকু করে নিতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেন।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে থাকে, নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাধ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নুরী, অর্থ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ বেলাল, চাঁদপুর পৌর শাখার সেক্রেটারী মোঃ শরীফ মৃধা, মাওলানা আহসান উল্লাহ, ১৩নং ওয়ার্ড সভাপতি মহম্মদ আক্কাস আলী, সেক্রেটারী মোঃ খোরশেদ আলম নবীন মুজাহিদ, মুহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়