প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০
রায়হান ক্লাসিক বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হলেন ফরিদগঞ্জের সুমন
১ মার্চ শুক্রবার ঢাকাস্থ এনসিসি টাওয়ারে রায়হান ক্লাসিক বডি বিল্ডিং চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চাঁদপুর ড্রিম জিম সেন্টারের বডি বিল্ডারসহ দেশের বিভিন্ন স্থানের বডি বিল্ডারগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকৃতদের মাঝে ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান সুমন চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য সোলায়মান মোঃ সেলিম। এ সময় চাঁদপুর ড্রিম জিম সেন্টারের পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর ড্রিম জিম সেন্টারের বডি বিল্ডার নারায়ণ বণিক (নারু), গোবিন্দ সাহা, ট্রেইনার মোঃ সহিদসহ আমন্ত্রিত অতিথি ও বডি বিল্ডারগণ উপস্থিত ছিলেন।