প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফরিদগঞ্জের কৃতী ছাত্র শান্ত চন্দ্র শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চাঁদপুর সদরের কৃতী ছাত্র আল-আমিন সভাপতি নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সামাজিক ছাত্রসংগঠন। ২০১৭ সালে সংগঠনের যাত্রা। এক বছর মেয়াদী বর্তমান কমিটির সদস্য সংখ্যা ১৫১। সংগঠনটি জাবির শিক্ষক, কর্মকর্তা এবং সাবেক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করা, শিক্ষাবৃত্তি, নবীনবরণ, বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন, পুনর্মিলনসহ বিভিন্ন কার্যক্রম পালন করে থাকে সংগঠনটি।
গত ৩১ জানুয়ারি মোঃ আল-আমিন সভাপতি এবং শান্ত চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফরিদ আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক তানভীর ইসলাম নিশাত।
সংগঠনটির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আইসিটির অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাঁদপুরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। বাবা-মা ও পরিবার-পরিজন থেকে সরে এসে শিক্ষার্থীরা এই নতুন পরিবেশে যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখা এবং কারো আর্থিক সমস্যা থাকলেও সমাধানের চেষ্টা করা হয়।
বর্তমান সভাপতি আল-আমিন বিজয় বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সংগঠন অত্যন্ত আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় ‘হেল্প ডেস্ক’ কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। এছাড়াও আমাদের নতুন কমিটির কিছু পরিকল্পনা আছে। আনন্দভ্রমণ এবং শিক্ষার্থীদের জন্যে ক্যারিয়ার বিষয়ক কর্মশালার আয়োজন করা।’
সাধারণ সম্পাদক শান্ত চন্দ্র শীল (জাবালি) বলেন, ‘সংগঠনটির কার্যক্রম আমরা আরো বিস্তৃত করে শিক্ষার্থীবান্ধব করতে চাই এবং শিক্ষার্থীদের যে কোন বিপদে-সংকটে আমরা তাদের পাশে থাকবো। সর্বোপরি, একে অপরের যে কোনো সহযোগিতার জন্যে সবাই সচেতন এবং অঙ্গীকারাবদ্ধ।’