প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প
শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপী সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে রঙ ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়। এ চিকিৎসা সেবা ক্যাম্পে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রি অপারেশন করার জন্যে ৩৭ জন ছানি রোগী শনাক্ত করেন এবং ৪শ’ রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রঙ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক উৎপল দত্ত, সহ-সভাপতি বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদস্য রবিউল হাসান, রাশেদ আলম অপু, নাসিফ মাহমুদ প্রমুখ। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান, মোঃ নূর নবী, নাঈম হাসান, রুপম চন্দ্র দাস, আফিয়া আয়েশা, উম্মে হাবিবা, মিনহাজ, তিশা প্রমুখ।