প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০
সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আলোচনা, প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ নির্বাচনে ৫ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করা হয়। অভিভাবক প্রতিনিধিরা হলেন : মোঃ আবদুর রহমান, মোঃ আবদুর রহীম, আহসান হাবীব চৌধুরী, দেলোয়ার হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দীন হেলাল, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।