প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০
তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
হাইমচরে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সুন্নাহভিত্তিক সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত নতুন ধারার আদর্শ এ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের মধ্য থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় কালাচৌকিদার মোড় সংলগ্ন মাঠে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে ও পরিচালক সদস্য মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন।
তিনি বলেন, খেলাধুলা শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক। কুরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎফুল্ল রাখা শিক্ষার একটা অংশ। এদেরকে দ্বীন শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন দিবস বা জাতীয় দিবসগুলো সঠিকভাবে পালনে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, গণ্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আমীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু, ৩নং আলগী দক্ষিণ ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগ, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।