মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০

শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শাহাবুদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এম ফারজাদ শাহাবুদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ২য় পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম খান।

এম ফারজাদ শাহাবুদ্দিন তাঁর বক্তব্য বলেন, আমার বাবা আলহাজ শাহাবুদ্দিন আমাদেরকে ৩টি উপদেশ শিখিয়েছেন- এক. সুন্দর স্বপ্ন দেখা ২. স্বপ্ন বাস্তবায়নের জন্যে কঠোর পরিশ্রম করা ৩. সুখে-দুঃখে স্রষ্টাকে স্মরণ করা। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া এলাকাকে আলোকিত করতে আমার বাবা এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ৫ম শ্রেণী পর্যন্ত শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে, ইনশাল্লাহ ক্রমান্বয়ে এই স্কুলটিকে হাইস্কুলে ও কলেজে রূপান্তরিত করা হবে।

তিনি বলেন, যেহেতু আমরা এলাকায় থাকি না, তাই স্কুলটি সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব আপনাদের। এই স্কুলটিকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, তাই আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলটির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও এফবিসিসিআই'র পরিচালক মোঃ শাহাবুদ্দিনের দুই ছেলে এম ফারজাদ শাহাবুদ্দিন ও ফাইয়াজ শাহাবুদ্দিন।

স্কুলের পক্ষ থেকে চেয়ারম্যান মোঃ সেলিম খান, এম ফারজাদ শাহাবুদ্দিন, ফাইয়াজ শাহাবুদ্দিন, শাহজাহান সিদ্দিকী, সাইফুল আলমকে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শংকর কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়