মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৪

চাঁসকে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ উদ্বোধন

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁসকে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ বাস্কেটবল মাঠে ৭ দিনব্যাপী বাস্কেটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এর ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন জাতীয় পর্যায়ের প্রশিক্ষক ওয়াসিফ আলী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের প্রতিনিধি জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও জেলা বাস্কেটবল দলের প্রধান সমন্বয়কারী মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপ-কমিটির সম্পাদক ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, চাঁসকের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, সাবেক বাস্কেটবল খেলোয়াড় লায়ন মাহমুদুল হাসান বিপু, জেলা দলের কোচ আকরামুল হাসানাত ঐশি^, টিম ম্যানেজার রনি কুড়িসহ প্রশিক্ষণে অংশ নেয়া ১৫ জন বালক।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৭ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আরো ৭ দিন বাড়িয়ে ১৫ দিনব্যাপী হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়