মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সকদী রামপুরে অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি

সোহাঈদ খান জিয়া ॥
সকদী রামপুরে অগ্নিকাণ্ডে ৬ লাখ টাকার ক্ষতি

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সকদী রামপুর গ্রামে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব শত্রুতাবশত লোকমান বালির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি বসতঘর পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত লোকমান বালির পরিবার জানায়, শত্রুতাবশত তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এতে তার বসতঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়। লোকমান বালির ঘর থেকে আগুনের লেলিহান শিখা পাশের ঘরের হাসান বালির ঘরে গিয়ে লেগে যায়। এতে তার ঘরটি পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়।

এলাকাবাসী জানান, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ততক্ষণে ২টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাগরিবের নামাজের সময় লোকমান বেপারীর স্ত্রী নামাজ আদায় করাবস্থায় পাটখড়ি ভাঙ্গার আওয়াজ শুনতে পান। নামাজ আদায় করে দেখতে পান, কাঁড় (সিলিং)-এর দিকে আগুন জ্বলছে। এ সময় তার ডাকচিৎকারে আমরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি।

এ ব্যাপারে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সানোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত করার পরে বাকিটা জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়