প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রূপসায় টিবিসির কার্ড নিয়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ
ফরিদগঞ্জের রূপসা বাজারে টিসিবির কার্ড নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় প্রেরণ করা হয়। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের স্থানীয় ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আহত কাউছার হোসেন। এদিকে এ ঘটনার সময় তার রূপসা বাজারস্থ অস্থায়ী কার্যালয় ভাংচুর হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
ঘটনার সূত্রে জানা যায়, টিসিবির কার্ড নিয়ে ইউপি চেয়ারম্যান কাউছার আলম কামরুলের সাথে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ৭/৮জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কাউছার হোসেন (৩০), নাছির উদ্দিন সুমন (৪৫) ও পারভেজ (২৫) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এদের মধ্যে নাছির উদ্দিন সুমন (৪৫)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে অন্য একটি গ্রুপ এসে চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান।
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সুমন বলেন, চেয়ারম্যান তার ইচ্ছেমতো কাজ করে যাচ্ছে। রাতে আমাদের ছেলেদের ডেকে নিয়ে মারধর করেছে। আমরা এর বিচার চাই।
থানায় লিখিত অভিযোগকারী কাউছার হোসেন বলেন, টিসিবি কার্ডের বিষয়ে কথা বলতে গেলে চেয়ারম্যানের ভাই শরীফ হোসেনসহ ৭/৮জন আমাদের উপর হামলা করে। এতে আমিসহ বেশ ক’জন আহত হয়েছি। এটি তাদের পূর্ব পরিকল্পনার অংশ।
ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এসএম কাউছার আলম কামরুল বলেন, তারা পূর্ব শত্রুতার জের ধরে আমার উপরে হামলা করেছে এবং আমার অফিস ভাংচুর করেছে। আমি থানার ওসি, ওসি (তদন্ত) ও ডিউটি অফিসারের নাম্বারে ফোন করেছি, কেউ আমার ফোন রিসিভ করেননি। পরে আমি নিরূপায় হয়ে ৯৯৯ নম্বরে ফোন করেছি। পরে থানার এসআই সঞ্জয়ের নেতৃত্বে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।