প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা
চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে সভায় সভাপ্রধান ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
জেলা লিগ্যাল এইড অফিসার সারোয়ার জাহানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল আলম সিদ্দীক ও চীফ জুডিসিয়াল আদালতের বেঞ্চ সহকারী গোলাম মোস্তফা মানিক। এ সময় বিচারকসহ আদালতের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।