প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে ৩২ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ
বিশ্বের সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় ফরিদগঞ্জ উপজেলা সদরস্থিত শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় ১০৯তম সার্বজনীন মহোৎসব উপলক্ষে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। গত ২২ ও ২৩ ফ্রেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীমদ্ভাগবত পরিবেশন করেন চাঁদপুরের শ্রীযুক্ত উত্তম কুমার গোস্বামী। ২৩ ফ্রেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠান্তে নামযজ্ঞের শুভাধিবাস মঙ্গল ঘট স্থাপন করা হয়। ২৪ ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় থেকে ৩২ প্রহরব্যাপী অহোরাত্র অখণ্ড শ্রীশ্রী তারকব্রক্ষ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের শুভারম্ভ হয়। ২৮ ফেব্রুয়ারি বুধবার ঊষালগ্নে নামযজ্ঞের পূর্ণাহুতির পর মধ্যাহ্নে ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান চলাকালে প্রত্যহ রাতে ভক্তদের জন্যে প্রসাদের আয়োজন করেন শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার আয়োজকবৃন্দ। মধুর হরিনাম পরিবেশানায় অংশগ্রহণ করে বরিশালের গৌরভক্ত সম্প্রদায়, খুলনার সত্য নারায়ণ সম্প্রদায়, সাতক্ষীরার মিলন তীর্থ সম্প্রদায়, চট্টগ্রামের সুরধ্বনি সম্প্রদায়, কুমিল্লার তারকব্রক্ষ্ম সম্প্রদায় ও লক্ষ্মীপুরের রামকানাই সম্প্রদায়।