প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)। একুশের প্রভাত ফেরিতে অংশ নিয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)-এর সভাপতি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের পাটওয়ারী বাচ্চু, সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডঃ মুনিরা চৌধুরী, কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, প্রচার সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহঃ সাধারণ সম্পাদক শরীফ হোসেন পাটওয়ারী, ম্যাফ সদস্য চাঁসক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদুল আলম রনি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।