প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ সংগীত একাডেমী ও নাট্য থিয়েটার
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ফরিদগঞ্জ উপজেলার একমাত্র সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ সংগীত একাডেমী ও নাট্য থিয়েটার। সংগঠনের উদ্যোগে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। দিবসটি পালনে যারা সহযোগিতা ও সংগীতে অংশগ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন : রবিউল, সুব্রত, শীলা দে, কার্তিক দে, মাইনুল হাসান, আজরা আমান অধরা, পারভীন নাসরিন, সামিয়া, লামিয়া, মায়া, সাদিয়া, মিম-১, মিম-২, জুমু, রেসি লামিয়া, রিয়া, প্রমি, সালমা, তানিয়া, সামিয়া, আলেয়া, সানজিদা, লিজা, নিপুণ, তানহা, রত্না, মোহনা, পান্না, রিমু, রিয়া, সুমাইয়া রাফি প্রমুখ।
দিবসটি পালনে সার্বিক সহযোগিতা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রোটারিয়ান মোহাম্মদ আমান উল্যা আমান, মিসেস লায়লা আমান ও সাংবাদিক শরীফ মৃধা।