প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সিদ্দিকুর রহমান গাজীর দাফন সম্পন্ন ॥ বিভিন্ন জনের শোক
ডব্লিও জি নিউজের পরিচালক ও প্রধান সমন্বয়কারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মোঃ নাসির উদ্দিন পাঠানের শ্বশুর মোঃ সিদ্দিকুর রহমান (৮৫) ইন্তেকাল করেছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিদ্দিকুর রহমান গাজী সাবেক সরকারি কর্মকর্তা ও ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক কাজের সাথে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুর খবরে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
সিদ্দিকুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মাহফুজুল হক, ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।