প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে দু’দিনব্যাপী বার্ষিক মাহফিল সম্পন্ন
ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহঃ)- এর এজাযতে, তাঁহার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ)-এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহঃ)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল দেশ-বিদেশ থেকে আগত হক্কানী আলেম ওলামায়ে কেরামগণ নসিহত পেশ এবং লাখো মানুষের কান্নার ধ্বনীতে শেষ হয়েছে। ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ২২ ও ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার দু’দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিলে অনুষ্ঠিত মাহফিল শেষে ২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ আখেরী মোনাজাত পরিচালনা করেন সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ।
আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে মাহফিলে প্রচুর লোক সমাগম হয়। নিজের ও আহল আওলাদের গুনাহ্খাতা মাফির জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করা হয়। মোনাজাতে কান্নার রোল পড়ে যায়। মহান আল্লাহর দরবারে কান্নাকাটি আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মাহফিল ও আশপাশের এলাকার পরিবেশ ছিল লক্ষ্যণীয়। সন্তোষপুর দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণ, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন মোনাজাতে অংশ নেয়।
ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আওতাধীন সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠিত সন্তোষপুর দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।