প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (২৭ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন। হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলাম (৮০)। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি মারা যান। এদিন ভোর সোয়া ৬টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই ঘন্টার মাথায় তিনি মারা যান।
এছাড়া করোনার উপসর্গে মারা গেছেন মতলব দক্ষিণের মুন্সিরহাট এলাকার দক্ষিণ দিঘলদী গ্রামের আঃ সামাদ বকাউল (৭০), ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর এলাকার ফাতেমা বেগম (৬৫) ও চাঁদপুর সদরের মনোহরখাদী গ্রামের শামসুল হক (৭০)।