মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রবীর চক্রবর্তী ॥
আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

সালাম, রফিক, বরকত, জব্বার-এর মতো ভাষা সৈনিকেরা অনেকেই প্রান্তিক পর্যায়ে বেড়ে উঠেছেন, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহিদদের স্মরণে প্রান্তিক পর্যায়ের দরিদ্র ৩ শতাধিক দরিদ্র রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়স্থ শহীদ মিনারের সামনে এই সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’।

চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে ৩ শতাধিক দরিদ্র রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ ও পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও ঔষধ বিতরণ করেন। এ চিকিৎসা সেবা পেয়ে প্রান্তিক মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ কামরুল হাছান ও ঢাকা পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ আনোয়ার হোসেন।

সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাছান, স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, মহন পাটওয়ারী মানিক, সেন্ট্রাল হাসপাতাল ফরিদগঞ্জের ল্যাব ইনচার্জ মেহেদী হাসান রাসেল প্রমুখ।

দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্পে সংগঠনের সদস্য তাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন, কামরুল মোল্লা, নাঈম চৌধুরী, ইকবাল গাজী, সাব্বির তপদার, মাছুম ভূঁইয়া, মাহবুব ভূঁইয়া, মেহেদী হাছান, নাঈমুল ইসলাম, মনির হোসেন, সজিব হোসেন হৃদয়, জুবায়ের শেখসহ অন্যরা নিরলসভাবে মানবিক সেবায় কাজ করেছেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, প্রতি বছর আমরা বিভিন্নভাবে দরিদ্র অসহায় মানুষের সহায়ক হিসেবে পাশে থাকার চেষ্টা করে থাকি। তার মধ্যে আমাদের এ কর্মসূচি মহান ভাষা শহীদদের স্মরণে। আমাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আরো বিস্তৃত হবে বলে আশা করছি। মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে অসহায় মানুষ বঞ্চিত না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়