প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বালিয়া ফোরকানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার নির্মাণ কাজ উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের মধ্য বালিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন আব্দুল মজিদ মাঝি বাড়ির সামনে ঐতিহ্যবাহী বালিয়া ফোরকানিয়া হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় নির্মাণাধীন ভবনের কাজ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক জামেয়া কোরআনীয়া মমিন বাড়ি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আশ্রাফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পিপি রোটাঃ মোঃ হাফিজ মিয়া, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মাল, কোষাধ্যক্ষ আহসান মুন্সী প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেন মারুফ, চাঁদপুর গার্ডেনের পরিচালক মোঃ মনির হোসেন প্রমুখ। এছাড়া অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোছাইন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ১৯৫৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার প্রসারে আলো ছড়িয়ে আসছে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে, যার ফলে সকলের সহযোগিতায় নতুন একটি ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে।