প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পশ্চিম সকদীতে মেধাবিকাশ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী মেধাবিকাশ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন মানুষ ব্যক্তি জীবনে একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বীজ বপন হয় তার প্রাথমিক শিক্ষাজীবনে। তাই অভিভাবকদের উচিত এই সময়ে তার বাচ্চাকে সঠিক এবং সুশিক্ষায় শিক্ষিত করা। এছাড়া তিনি এলাকাবাসীকে সামাজিক অপরাধসমূহ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুসলিম খান, বীর মুক্তিযোদ্ধা মান্নান মিয়াজি, ইউপি সদস্য মনসুর খান, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসাইন খান, পশ্চিম সকদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল সরকার প্রমুখ।